
অনেকেই আছেন যারা নিজের বা অন্যের ছবি ফটোশপ দিয়ে ডিজাইন বা এডিট করতে পছন্দ করেন, কিন্তু এ ক্ষেত্রে প্রচুর সময় ব্যয় হয়। তাছাড়া ভালো কাজ না জানলে ভালো থিম মনে আসে না, যা ও আসে না জানার কারনে ডিজাইন করতে পারি না। আর ভাবনা নেই, আপনি যদি ফটোশপ এর কাজ নাও পারেন, তারপরও আপনি আপনার বা আপনার প্রিয়জনের ছবি ফটো ইফেক্ট দিয়ে তাকে চমকে দিতে পারেন বা নিজে চমকে যেতে পারেন। প্রচুর পরিস্রম ও মেধা না খাঁটিয়ে শুধু কিছু ওয়েবসাইট এর মাধ্যমে খুব সহজে এটা করা যায়। এবং সরাসরি ফেসবুক এ শেয়ার করা যায় এবং পিসিতেও সেভ করা যায়। এমনই একটা সাইট হোল www.picjoke.com

thanks
উত্তরমুছুনআপনাদেরও অনেক ধন্যবাদ।
উত্তরমুছুন