আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

শনিবার, ১৬ জুন, ২০১২

আলোকবর্ষ


ঘুমের ভেতরে বা বাহিরে,
মনের ভিতরে যখনি উঁকি দেই
এক অসীম নিরবচ্ছিন্ন মহাশূন্য
ঝট করে উঠে আসে চোখের সামনে,
সেথায় খুঁজে ফিরি
শত শত আলোকবর্ষ ধরে
খুঁজি দৈব চয়নে
খুঁজি বিমূর্ত নয়নে
শুধু খুঁজে যাই বহু আকাঙ্ক্ষিত তোমায়

কত না সহজে বলে ফেলা
একটা শব্দ আলোকবর্ষ...
আলো নিজ গতিতে যদি চলে
নিরবচ্ছিন্ন ভাবে একটি বছর
এক বছরের ক্লান্তিহীন পরিভ্রমণ শেষে
অতিক্রান্ত হয় একটি আলোকবর্ষ। 

এতোটা সময় আর এতোটা পথ
ঘুরে ঘুরে ক্লান্তি নেই মনের
শুধু খুঁজে যায় আকাঙ্ক্ষিত তোমায়,
প্রতিক্ষার প্রতিটি প্রহর কাটে 
বোবা যন্ত্রণার অব্যক্ত চিৎকারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

trafficG