আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

শুক্রবার, ৭ জুলাই, ২০১৭

বুদ্ধিজীবীরা নাগরিক নয়

একজন বুদ্ধিজীবির কথায়
কষ্ট পেয়ে অযথাই
হারিয়ে যাবার চেষ্টায়
একজন নাগরিক।
বুদ্ধিজীবিরা নাগরিক নয়,
তারা বিদ্রোহী,
তারা কুলাঙ্গার।

বুদ্ধিজীবিরা গুলিয়ে ফেলে না
আবেগের সাথে চিন্তাশক্তিকে।
বুদ্ধিজীবিরা বুদ্ধি খরচ করে,
বিবেক বিসর্জন দিয়ে বেচে দেয় না।

আর এই সব নাগরিকেরা,
নগর নিয়ে গর্ব করে।
যদিও অসভ্য হতে সভ্যতার রুপায়ন
আর এই নগরের নগরায়নে
বুদ্ধিজীবিরাই দায়ী।

তবুও বুদ্ধিজীবিরা কুলাঙ্গার,
এরা নাগরিক নয়।
নগরের প্রতিটি নাগরিক ভালো থাক
বুদ্ধিজীবিরা মরে যাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

trafficG