আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

শুক্রবার, ৩ জুন, ২০১১

সহজে ফটো ইফেক্ট ঃ ফটোশপ জানার প্রয়োজন নাই


অনেকেই আছেন যারা নিজের বা অন্যের ছবি ফটোশপ দিয়ে ডিজাইন বা এডিট করতে পছন্দ করেন, কিন্তু এ ক্ষেত্রে প্রচুর সময় ব্যয় হয়। তাছাড়া ভালো কাজ না জানলে ভালো থিম মনে আসে না, যা ও আসে না জানার কারনে ডিজাইন করতে পারি না। আর ভাবনা নেই, আপনি যদি ফটোশপ এর কাজ নাও পারেন, তারপরও আপনি আপনার বা আপনার প্রিয়জনের ছবি ফটো ইফেক্ট দিয়ে তাকে চমকে দিতে পারেন বা নিজে চমকে যেতে পারেন। প্রচুর পরিস্রম ও মেধা না খাঁটিয়ে শুধু কিছু ওয়েবসাইট এর মাধ্যমে খুব সহজে এটা করা যায়। এবং সরাসরি ফেসবুক এ শেয়ার করা যায় এবং পিসিতেও সেভ করা যায়। এমনই একটা সাইট হোল www.picjoke.com
 
এই সাইট এ ফটো ইফেক্ট দেয়া খুব সোজা। শুধু পছন্দের ডিজাইন নির্ধারণ করে আপনার ছবিটি আপলোড করে দিন। এরপর মজা দেখুন। আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। কারো যদি আগে থেকেই জানা থাকে তবে ভালো। আর না জানা থাকলে এখনই করুন। ধন্যবাদ...............
এই রকম আরও কিছু সাইট..............
লিনক ১
লিঙ্ক ২
লিঙ্ক ৩

২টি মন্তব্য:

trafficG