আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

বুধবার, ১২ জুলাই, ২০১৭

বুদ্ধিজীবীরা নাগরিক নয়-২ (যে কথা যায় না লেখা)

আমি সুবোধ নই,
পালিয়ে যাওয়ার ইচ্ছে আমার নেই।
দেয়ালে দেয়ালে গ্রাফিটি একে
অক্ষমতাকে শিল্পে রুপ দেয়ার আগ্রহও নেই।

নগরায়নের অপূর্নতা অথবা অযোগ্যতায় ঘেরা,
শত শত হাহাকার আর আর্তনাদে মোড়া
কখনোবা নবজাতকের কান্নায় উদ্বেলিত এই নগর।
প্রতিনিয়ত শোনায় নতুন যুদ্ধের গল্প।

যুদ্ধ করে বেচে থাকাই এই নগরের আইন
হাজারো অসন্তোষ ঘোরে ল্যাম্পপোস্টের আলোয়
তবুও এই নিয়ন আলোতেই কেও ঘুমিয়ে পড়ে
নতুন দিনের স্বপ্ন আসে ঘুমের ঘোরে।

এই নগরের পরিচিত অভিজাত নাগরিক পল্লীতে
সারাদিন চলে চেতনার গলাবাজি।
আভিজাত্যের মুখোশ খসে পড়ে সন্ধ্যা হলেই
আওড়ানো বুলি আর বাস্তবতায় অমিল অনেক।

কত শত আয়নাবাজি নগরজুড়ে প্রতিক্ষন
দিন বদলের স্বপ্ন দেখা একরোখা আমি
হয়ত অবাঞ্ছিত আজ তোমাদের নগরে।
আমি যোদ্ধা, আমি নাগরিক নই, আমি বুদ্ধিজীবী।
আর বুদ্ধিজীবীরা নাগরিক নয়, কখনই নয়।

শুক্রবার, ৭ জুলাই, ২০১৭

বুদ্ধিজীবীরা নাগরিক নয়

একজন বুদ্ধিজীবির কথায়
কষ্ট পেয়ে অযথাই
হারিয়ে যাবার চেষ্টায়
একজন নাগরিক।
বুদ্ধিজীবিরা নাগরিক নয়,
তারা বিদ্রোহী,
তারা কুলাঙ্গার।

বুদ্ধিজীবিরা গুলিয়ে ফেলে না
আবেগের সাথে চিন্তাশক্তিকে।
বুদ্ধিজীবিরা বুদ্ধি খরচ করে,
বিবেক বিসর্জন দিয়ে বেচে দেয় না।

আর এই সব নাগরিকেরা,
নগর নিয়ে গর্ব করে।
যদিও অসভ্য হতে সভ্যতার রুপায়ন
আর এই নগরের নগরায়নে
বুদ্ধিজীবিরাই দায়ী।

তবুও বুদ্ধিজীবিরা কুলাঙ্গার,
এরা নাগরিক নয়।
নগরের প্রতিটি নাগরিক ভালো থাক
বুদ্ধিজীবিরা মরে যাক।

শনিবার, ২৭ মে, ২০১৭

ইচ্ছে যত তোকে নিয়ে

ইচ্ছে করে তোর বুকে দেই গুঁজে এক গুচ্ছ সুখ,
ইচ্ছেগুলো আলতো আলোয় ভরিয়ে দেয় চোখ,
ইচ্ছে জানে প্রেমের মানে, ইচ্ছে অবিরাম
ইচ্ছে হলেই তোকে ছুঁয়ে বলি এবার থাম।

তোকে দেয়া ইচ্ছেগুলো ইচ্ছেঘুরির মত
ঘুরে ফিরে গোত্তা খেয়ে হারায় মনে কত,
তোর ললাটে আলতো করে ঠোঁট ছোঁয়ানো সুখ
ওই কপোলে ইচ্ছে রেখে লজ্জানত মুখ।

ইচ্ছে গুলো রাখবো বেধে, একবার তুই বল,
বেপরোয়া ইচ্ছে শুধু সঙে আমার চল
তোর ঐ চুলে ইচ্ছে নিয়ে আকাশ ভরা মেঘ
অপূর্ণ আজ ইচ্ছে কিছু অপূর্ণ আবেগ।

বৃষ্টি হব তোর ইশারায়, ইচ্ছে কি তোর বল
সেই বরষায় ছন্দে দুলে বাজবে পায়ের মল
তোর সারা গায় পরবো ঝরে বৃষ্টি জলের মত
ইচ্ছে হলেই হাত বাড়িয়ে ডাকবি পারিস যত।

তুই তাকালে ইচ্ছে মনে জাগ্রত দিনরাত
শুকনো ঠোঁটে আস্তে বলা, আজকে না হয় থাক।
ইচ্ছেগুলো আঁকড়ে ধরে, ইচ্ছে নদীর জলে
কাটবো সাতার তোকে নিয়ে ইচ্ছে হল বলে।

trafficG