আমি সুবোধ নই,
পালিয়ে যাওয়ার ইচ্ছে আমার নেই।
দেয়ালে দেয়ালে গ্রাফিটি একে
অক্ষমতাকে শিল্পে রুপ দেয়ার আগ্রহও নেই।
নগরায়নের অপূর্নতা অথবা অযোগ্যতায় ঘেরা,
শত শত হাহাকার আর আর্তনাদে মোড়া
কখনোবা নবজাতকের কান্নায় উদ্বেলিত এই নগর।
প্রতিনিয়ত শোনায় নতুন যুদ্ধের গল্প।
যুদ্ধ করে বেচে থাকাই এই নগরের আইন
হাজারো অসন্তোষ ঘোরে ল্যাম্পপোস্টের আলোয়
তবুও এই নিয়ন আলোতেই কেও ঘুমিয়ে পড়ে
নতুন দিনের স্বপ্ন আসে ঘুমের ঘোরে।
এই নগরের পরিচিত অভিজাত নাগরিক পল্লীতে
সারাদিন চলে চেতনার গলাবাজি।
আভিজাত্যের মুখোশ খসে পড়ে সন্ধ্যা হলেই
আওড়ানো বুলি আর বাস্তবতায় অমিল অনেক।
কত শত আয়নাবাজি নগরজুড়ে প্রতিক্ষন
দিন বদলের স্বপ্ন দেখা একরোখা আমি
হয়ত অবাঞ্ছিত আজ তোমাদের নগরে।
আমি যোদ্ধা, আমি নাগরিক নই, আমি বুদ্ধিজীবী।
আর বুদ্ধিজীবীরা নাগরিক নয়, কখনই নয়।
পালিয়ে যাওয়ার ইচ্ছে আমার নেই।
দেয়ালে দেয়ালে গ্রাফিটি একে
অক্ষমতাকে শিল্পে রুপ দেয়ার আগ্রহও নেই।
নগরায়নের অপূর্নতা অথবা অযোগ্যতায় ঘেরা,
শত শত হাহাকার আর আর্তনাদে মোড়া
কখনোবা নবজাতকের কান্নায় উদ্বেলিত এই নগর।
প্রতিনিয়ত শোনায় নতুন যুদ্ধের গল্প।
যুদ্ধ করে বেচে থাকাই এই নগরের আইন
হাজারো অসন্তোষ ঘোরে ল্যাম্পপোস্টের আলোয়
তবুও এই নিয়ন আলোতেই কেও ঘুমিয়ে পড়ে
নতুন দিনের স্বপ্ন আসে ঘুমের ঘোরে।
এই নগরের পরিচিত অভিজাত নাগরিক পল্লীতে
সারাদিন চলে চেতনার গলাবাজি।
আভিজাত্যের মুখোশ খসে পড়ে সন্ধ্যা হলেই
আওড়ানো বুলি আর বাস্তবতায় অমিল অনেক।
কত শত আয়নাবাজি নগরজুড়ে প্রতিক্ষন
দিন বদলের স্বপ্ন দেখা একরোখা আমি
হয়ত অবাঞ্ছিত আজ তোমাদের নগরে।
আমি যোদ্ধা, আমি নাগরিক নই, আমি বুদ্ধিজীবী।
আর বুদ্ধিজীবীরা নাগরিক নয়, কখনই নয়।