অব্যাক্ত বোবা কান্না,
কষ্টের সুগঠিত ধূলিকণায় মিশে
নিরাশার অনন্ত মরুভূমি মাঝে,
ধূসর আবহ করে সৃষ্টি।
সেই আবহমান ধূসরতা ঘেরা জীবন যখন,
তখনও ছাড়ে না পিছু
নির্লিপ্ত নির্লজ্জ কামুকতা।
অদ্ভুত এই কামনা,
না বোঝে সময়,
না মানে নিয়ম, শাসন,
পরিক্রমা তার নির্লজ্জ এতটাই,
ক্ষুধিতের দেহেই নাকি অধিক বিচরণ।
নির্লিপ্ত স্খলনে
কষ্ট ঝেড়ে সুখী হতে চাওয়া যেন।
এরই মাঝে....
চারিদিকে আবার উলঙ্গ উন্মাদনা
মন না জাগলেও,
শরীর জেগে উঠে প্রতিক্ষণ, অকারন
যদিও এখনও আছে আরও কিছু শব্দ গোপন
সত্য হয়না মিথ্যা হলেও অকথ্য
কারনে অকারনে শত বারণেও জাগ্রত।
মুমূর্ষ নিস্তেজ বিবেকের জাগরন
ঠিক তখনই হওয়া চাই
যখনই মন কেঁপে উঠে
পাপিষ্ঠ কামের অনুরণনে।।
কষ্টের সুগঠিত ধূলিকণায় মিশে
নিরাশার অনন্ত মরুভূমি মাঝে,
ধূসর আবহ করে সৃষ্টি।
সেই আবহমান ধূসরতা ঘেরা জীবন যখন,
তখনও ছাড়ে না পিছু
নির্লিপ্ত নির্লজ্জ কামুকতা।
অদ্ভুত এই কামনা,
না বোঝে সময়,
না মানে নিয়ম, শাসন,
পরিক্রমা তার নির্লজ্জ এতটাই,
ক্ষুধিতের দেহেই নাকি অধিক বিচরণ।
নির্লিপ্ত স্খলনে
কষ্ট ঝেড়ে সুখী হতে চাওয়া যেন।
এরই মাঝে....
চারিদিকে আবার উলঙ্গ উন্মাদনা
মন না জাগলেও,
শরীর জেগে উঠে প্রতিক্ষণ, অকারন
যদিও এখনও আছে আরও কিছু শব্দ গোপন
সত্য হয়না মিথ্যা হলেও অকথ্য
কারনে অকারনে শত বারণেও জাগ্রত।
মুমূর্ষ নিস্তেজ বিবেকের জাগরন
ঠিক তখনই হওয়া চাই
যখনই মন কেঁপে উঠে
পাপিষ্ঠ কামের অনুরণনে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন