আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

রবিবার, ২৪ জুন, ২০১২

কিভাবে oDesk এর প্রোফাইল ১০০% কমপ্লিট করবেন!!


ফ্রিলান্সিং এর মার্কেটপ্লেস গুলোর মধ্যে oDesk খুব জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। নতুনদের এখানে কাজ পেতে প্রোফাইল আপডেট করা বেশ জরুরী। কারন আপনার প্রোফাইল দেখেই একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে আগ্রহী হবে। তাই প্রোফাইল সমৃদ্ধ হওয়া বাঞ্ছনীয়। এই পোষ্টে আপনাকে আমি  oDesk এ ফ্রি একাউন্ট খোলা থেকে শুরু করে পুরো প্রোফাইল আপডেট করার প্রক্রিয়াটি আলোচনা করার চেষ্টা করব।
প্রথমে www.odesk.com/login.php এই লিংকে যান। সেখানে একটা উইন্ডো পাবেন এমন.....
এখান থেকে Create an Account এ ক্লিক করুন। পরবর্তী উইন্ডো হবে......
যেহেতু আপনি এখানে কাজ করতে চান, তাই Find Work এ ক্লিক করুন। পরবর্তী উইন্ডো আসবে এমন.....

উপরের তথ্যগুলো সঠিক ভাবে পুরন করুন। মনে রাখবেন, ফেক আইডি বা ফেক তথ্য দিয়ে কাজ করার চেষ্টা করবেন না। এতে আপনার পেমেন্ট আটকে যাওয়ার সম্ভাবনা শতভাগ। তথ্য পুরন শেষে Get Started বাটনে ক্লিক করুন। এর পরই আপনি এই উইন্ডোটি পাবেন.....
এবার আপনার ব্রাউজারের এই ট্যাবটি বন্ধ করে দিয়ে আপনার মেইল এড্রেস এর ইনবক্স চেক করুন। দেখুন  oDesk এর পক্ষ থেকে আপনি একটা মেইল পেয়েছেন। কোন কারনে ইনবক্সে না পেলে স্প্যাম এ চেক করুন। মেইলে আপনি একটা লিংক পাবেন। সেখানে ক্লিক করলেই আপনি পাবেন এই উইন্ডোটি...
একটু লক্ষ্য করুন, উপরের উইন্ডোতে ডানে দেয়া আছে Your Profile Completeness 0%। আপনার প্রোফাইলে একেকটি বিষয় যুক্ত হওয়ার সাথে সাথেই এই % বাড়তে থাকবে এবং খালি জায়গাটি সবুজ হতে থাকবে। এখানে আপনি প্রথমেই ক্লিক করবেন Create your Profile বাটনে। এখানে ক্লিক করার পর আপনি নিম্নের উইন্ডোটি পাবেন....
এখানে Portrait অপশনে আপনার একটা ভালো এবং একক ছবি দিন। এখানে যে খুব ফর্মাল ছবি দিতে হবে তা নয়। তবে ছবিতে যেন আপনার মুখ ভালভাবে দেখা যায়। ঘোলা ছবি বা কোন লোগো এখানে ব্যবহার না করাই ভালো। কোন গ্রুপ ছবিও এখানে দেয়া উচিৎ নয়। Title অপশনে আপনি আপনার প্রোফাইলের সারাংশ বা সারমর্ম লিখতে হবে। এখান থেকেই আপনার পেশাদারিত্ব ফুটে উঠবে। এখানে ডেকোরেটিভ শব্দ ব্যবহার করা যাবে না। objective অপশনে আপনার কাজের পছন্দ বা আপনার আত্মবিশ্বাস দৃঢ় ভাবে ফুটে উঠতে হবে যেন, ক্লায়েন্ট আপনার objective এর প্রথম লাইন দেখেই পুরো প্রোফাইল দেখার জন্য আগ্রহ প্রকাশ করে। যেমন Over the last 5 years, I have Presenting a wide range of Presentation. My core competency lies in complete end-end management of a new project based on my skill, and I am seeking opportunities to make presentation from the ground up for you or your business.

রেটের ক্ষেত্রে নতুনদের hourly $3-$5 এর মধ্যে চার্জ করা উচিৎ। কাজের দক্ষতার উপর ধীরে ধীরে চার্জ বাড়ানো যেতে পারে। আমি একজন ব্যক্তির কথা শুনেছি যিনি শুধুমাত্র MS Excel এ কাজ করেই ঘণ্টায় $158 চার্জ করে। এবং আপনার ভালো ইংরেজি অবশ্যই জানতে হবে। আপনার ইংরেজি দক্ষতার উপর ভিত্তি করে এর পরের ট্যাবটিতে সিলেক্ট করবেন। এই ক্ষেত্রে ৩ অথবা ৪ নম্বর অপশনটি সিলেক্ট করা ভালো। এর পরবর্তী অংশ হচ্ছে....... 


 Add job categories that apply to you এ ক্লিক করলে নিম্নোক্ত উইন্ডোটি আসবে.....
এখান থেকে বেছে বেছে আপনার দক্ষতা অনুযায়ী কাজ গুলোতে টিক দিন। আপনি সর্বোচ্চ ১০ টি ক্যাটাগরি বাছাই করতে পারবেন। তাই এক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। oDesk স্বয়ংক্রিয় ভাবে এই রিলেটেড কাজগুলোর নোটিফিকেশন আপনার মেইল এ পাঠাবে। এখানে কাজ শেষ হলে Save Categories ক্লিক করলে আপনাকে পূর্বের উইন্ডোতে নিয়ে যাবে। এখান থেকে Profile visibility অপশনে Everyone সিলেক্ট করুনএতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। এরপর Location Information ঠিকমত দিন। এই অংশটি পরবর্তীতে MASTER CARD পেতে কাজে লাগবে। এবং ফোন নম্বর দিন এভাবে +880 1911 115315এটা আমার নম্বর হুবুহু আবার এটাই  দেয়ার কোন দরকার নাই.... J

এখানে কাজ শেষ করে Save Profile and Continue ক্লিক করুন। নিম্নোক্ত উইন্ডো তে দেখুন আপনার প্রোফাইল ৩০% কমপ্লিট হয়ে গেছে। 

এখন Add a Skill এ ক্লিক করুন..... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

trafficG