আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

ছোট্ট ভাবনা - ১২



চলুক এ অমিয় ধারা কবিতার
কখনও মিটবে না পিয়াসা
যতদিন বইবে পদ্মা যমুনা মেঘনা
যেন বলতে পারি, এই শেষ না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

trafficG