আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

রক্ত চাই আরেকবার


রক্ত চাই আরেকবার
রক্ত চাই, রক্তের বড় প্রয়োজন
বাঁচাতে হবে রোগী, মুমূর্ষ একজন।
রোগীটি রোগাক্রান্ত নয় সাধারন কোন রোগে,
দুর্নীতি, খুন, ধর্ষণ, আর ছিনতাইয়ের মরন কামড়
আঁকড়ে ধরেছে আজ তার বুকে,
হ্যাঁ!! হ্যাঁ!! বলছি আমার মাতৃভূমির কথা।

রক্ত এর আগেও দিয়েছি বাহান্নতে
ছিনিয়ে এনেছি মায়ের মুখের ভাষা,
তাই আজ মা বলে ডাকতে পারি মা কে
একাত্তুরে রক্তের বিনিময়ে
নিয়েছি সার্বভৌমত্বের ভ্যাকসিন,
পেয়েছি মানচিত্র, পেয়েছি নাম বাংলাদেশ।

দিতে হবে রক্ত আরও একবার
ডাকবোনা একাত্তুরের মুক্তিসেনার দল
শুধু জাগ্রত হোক চেতনায় একাত্তুর
জাগ্রত হোক নতুন দিনের
সব রক্ত সৈনিকের মনে
ভিতু যারা আছে, থাক বসে ঘরে
ঘোমটা টেনে, হাতে চুড়ি পড়ে
আছো যে জওয়ান, আগে বাড়ো
সাক্ষী হবে মহাকাল।

রক্ত সৈনিক, আছো কে কোথায়?
হও প্রস্তুত যে আছো যেথায়,
বুকের তাজা রক্ত, ব্যাগে ব্যাগে নয়
ফিনকি দিয়ে ছড়িয়ে,
করবো আরোগ্য আছে রোগ যত
আসবোই নিয়ে মুক্তির গানে আর্থিক স্বাধীনতা
আজ এসেছে নতুন ডাক
ক্ষুধা, খুন, রাহাজানি, ধর্ষণ, দুর্নীতিমুক্ত
একটি সবুজ সোনার বাংলাদেশ
ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হবে উপহার।

এসো দল বেঁধে, রক্ত দেবার মিছিলে
যেন আমাদের ভবিষ্যৎ দ্যাখে
আমৃত্যু মুক্তির বিজয় উল্লাস।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

trafficG