আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

রক্ত চাই আরেকবার


রক্ত চাই আরেকবার
রক্ত চাই, রক্তের বড় প্রয়োজন
বাঁচাতে হবে রোগী, মুমূর্ষ একজন।
রোগীটি রোগাক্রান্ত নয় সাধারন কোন রোগে,
দুর্নীতি, খুন, ধর্ষণ, আর ছিনতাইয়ের মরন কামড়
আঁকড়ে ধরেছে আজ তার বুকে,
হ্যাঁ!! হ্যাঁ!! বলছি আমার মাতৃভূমির কথা।

রক্ত এর আগেও দিয়েছি বাহান্নতে
ছিনিয়ে এনেছি মায়ের মুখের ভাষা,
তাই আজ মা বলে ডাকতে পারি মা কে
একাত্তুরে রক্তের বিনিময়ে
নিয়েছি সার্বভৌমত্বের ভ্যাকসিন,
পেয়েছি মানচিত্র, পেয়েছি নাম বাংলাদেশ।

দিতে হবে রক্ত আরও একবার
ডাকবোনা একাত্তুরের মুক্তিসেনার দল
শুধু জাগ্রত হোক চেতনায় একাত্তুর
জাগ্রত হোক নতুন দিনের
সব রক্ত সৈনিকের মনে
ভিতু যারা আছে, থাক বসে ঘরে
ঘোমটা টেনে, হাতে চুড়ি পড়ে
আছো যে জওয়ান, আগে বাড়ো
সাক্ষী হবে মহাকাল।

রক্ত সৈনিক, আছো কে কোথায়?
হও প্রস্তুত যে আছো যেথায়,
বুকের তাজা রক্ত, ব্যাগে ব্যাগে নয়
ফিনকি দিয়ে ছড়িয়ে,
করবো আরোগ্য আছে রোগ যত
আসবোই নিয়ে মুক্তির গানে আর্থিক স্বাধীনতা
আজ এসেছে নতুন ডাক
ক্ষুধা, খুন, রাহাজানি, ধর্ষণ, দুর্নীতিমুক্ত
একটি সবুজ সোনার বাংলাদেশ
ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হবে উপহার।

এসো দল বেঁধে, রক্ত দেবার মিছিলে
যেন আমাদের ভবিষ্যৎ দ্যাখে
আমৃত্যু মুক্তির বিজয় উল্লাস।।


মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২

সফলতার গোপন কিছু সূত্র

ই পৃথিবীর প্রতিটি মানুষ সফল এবং সুখী হতে চায়। কিন্তু সে জানে না সফল এবং সুখী হওয়া যায় কিভাবে..................
সফল এবং সুখী হওয়ার মূল কিছু উপাদান রয়েছে। এই লেখাতে আমি সেই উপাদান গুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো।
সফলতা এবং সুখের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অনেকে বলেন, “যারা সফল তারা সুখী”। কিন্তু Albart Schweitzer এর মতে, “সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হোল সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রানে ভালবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন।“

সফলতা কে এভাবে ব্যাখ্যা করা যায়, যেমন একজন রিকশাওালার কাছে সি.এন.জি এর মালিক হওয়াই অনেক বড় সফলতা, আবার একজন ছাত্রের কাছে পরিক্ষায় ভালো ফলাফল করাই অনেক বড় সফলতা, এবং একজন চাকরিজীবী এর কাছে প্রমোশন। এমনি করে সবার কাছে সফলতার সংজ্ঞা বা পরিমাপ এক নয়। তাই এভাবেও বলা যায়..........  
এই ট্রেনের যাত্রীরা প্রচণ্ড ঝুঁকি নিয়েও রওয়ানা হয়ে হয়েছে গন্তব্য পানে। তারা জানে এ ঝুকির মধ্যে সাড়া জীবন থাকতে হবে না। গন্তব্য চলে এলেই আছে সুখ। 
“It’s a journey not a Destination”
এই জীবনে চলার পুরো পথটি ই শেখার জন্য উন্মুক্ত এবং আমরা প্রতিনিয়তই শিখি। নতুন নতুন কর্ম পরিকল্পনা, প্রয়োগ ধরন, চিন্তা, আইডিয়া আমরা সবসময় ব্যবহার করি। কিন্তু এই উপাদান গুলো সকল সময়, সকল পরিবেশে আপনাকে কার্যসিদ্ধি করতে সহায়তা করবে।

বিশ্বাস (Believe):
বিশ্বাস হচ্ছে সফলতার সবচেয়ে বড় এবং প্রয়োজনীয় উপাদান। সফল হওয়ার জন্য প্রথমেই আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি সফল হবেন।

এ বিশ্বাস মুলত তিনটি বিষয়ের উপর আনতে হয়ঃ
১. নিজের উপর বিশ্বাস।
২. কাজের ক্ষেত্রের উপর বিশ্বাস।
৩. কাজের ধরনের উপর বিশ্বাস।

অর্থাৎ যে কোন কাজে সফলতা পাবার জন্য আপনি প্রথমেই ভাবুন যে এই কাজটি আমার জন্য, আমি অবশ্যই সফল হব, এবং আমার দ্বারাই সম্ভব। এর পর বিশ্বাস আনুন যে, এই কাজের যে ধরন, তাতে অনেকে সফল হয়েছে। 

বিশ্বাস এর তিনটি স্তর বা Level আছে।
১. এলমূল এয়াকিন বা জেনে বিশ্বাস
২. আইনুল এয়াকিন বা দেখে বিশ্বাস
৩. হাক্কুল এয়াকিন বা ভুক্তভোগী হয়ে বিশ্বাস করা।

তৃতীয় স্তরের বিশ্বাস হচ্ছে সবচেয়ে গভীর এবং দৃঢ়। 
অনেকে বলেন বিশ্বাস হচ্ছে আমাদের যেকোন কাজের মূল পাওয়ার সাপ্লাই। বিশ্বাসই আমাদেরকে কোন কাজে সফল বা ব্যর্থ করে। তীব্র আকাঙ্ক্ষা এবং প্রাপ্তির অপেক্ষা এই দুয়ের মাঝে যে অনুভূতি আমাদের ধরে রাখে সেটাই বিশ্বাস। আপনি কি অর্জন করবেন বা কতটুকু অর্জন করবেন তার একটা সীমারেখা তৈরি করে এই বিশ্বাস। এটা অনেকটা এমন বক্তব্য এর মত, যেটা আপনি নিজেকে বলেন এবং সত্য বলে মনে করেন এবং সেটাই আপনার দৈনন্দিন জীবনকে পরিচালনা করে। যা কিছু আপনি সত্যিকার অর্থে বিশ্বাস করবেন তা আপনি অর্জন করতে পারবেন। হাদিসে আছে যে "প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল।" মানুষ নিয়ত বা ইচ্ছা তখনই দৃঢ় ভাবে করে, যখন সে সেটা বিশ্বাস করে। অর্থাৎ আপনি সফল হবেন এই দৃঢ় বিশ্বাস নিজের মধ্যে স্থাপন করাই সফলতার প্রথম সূত্র। 

একটি প্রচলিত কথাও আছে যে "বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদুর।"

তাই আসুন, সফলতার মঞ্চে উঠার জন্য আমরা প্রথমেই বিশ্বাস করি জে আমরা সফল হব। হাল ছাড়া যাবে না কখনই। ঠিক এই ছবিটির মত করে.......
চেষ্টা করে যেতে হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত।
সবাই সফল হন নিজ নিজ কাজে। এই প্রত্যাশায়... 
ধন্যবাদ সবাইকে।





সফলতার গোপন কিছু সূত্র - ১

trafficG