আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

চাঁদের অন্তঃকথা


ভাবনার মহাকাশযানে চেপে একবার
গিয়েছিলাম চাঁদের খুব কাছে,
চাঁদ আমায় দেখে তাকিয়ে ছিল
তাকিয়ে ছিল অবাক বিস্ময় নয়নে,
সময়টা রাত ছিল, চাঁদেরও জোছনা ছিল,
সে জোছনায় অস্পষ্ট আপ্লুত হয়ে
মোমের মত গলে পড়ছিল আবেগ।।
চাঁদ কে শুধাই---
চাঁদ!! ও চাঁদ!!! তোমার গায়ে
এ কলঙ্ক লেপে দিল কে??
তোমার রুপের পূর্ণতায়,
এতো ঈর্ষা হোল কার??
চাঁদ বলল, নাগো না—
এতো কলঙ্ক নয়,
এ আমার বুকে কষ্টের ছাপ।
বুকে কষ্ট চেপে না রেখে,
সবাইকে মুগ্ধ করা যায় না।
কষ্ট আছে বলেই না আমি রাত জাগি--
আমার মত যারা জাগে রাতে
তাদের মনে কোমল পরশ বুলাই।
সূর্যটা আমাকে আলো দেয় বৈকি
কিন্তু আমার কষ্টগুলো দিয়ে
ওর আলোর প্রখরতা কমাই,
ছড়িয়ে দেই কোমল আলো
সারা পৃথিবীতে।।

1 টি মন্তব্য:

  1. সুন্দর সাজিয়েছেন ব্লগখানা। ব্লগস্পট সাইট সাজাতে আমায় একটু হেল্প করুননা।

    উত্তরমুছুন

trafficG