তোকে অনেক বেশি ভালবাসি রে
তুই বুঝিস আর নাই বুঝিস
তোকে নিয়ে অনেক স্বপ্ন ও দেখেছি
হৃদয়ে আপন করেও নিয়েছি
কে জানত যে, এই ভালবাসাটাই
কাল হবে আমাদের জীবনে
একটা সময় ছিল তখন,
তোকে নিয়ে ভাবতে ভাবতেই
কখন যে কোথায় চলে যেতাম
বুঝতাম না নিজেও
তখন কি কোন মোহে ছিলাম
নাকি ভালবাসার মর্মার্থ বুঝিনি??
আজো এই প্রশ্নের উত্তর খুঁজি
খুঁজে ফিরি সর্বক্ষণ
তুই কি আমার ভালবাসা বুঝবি না
দূরে গিয়েও কি তোর অবকাশ মেলেনা।
আমাকে একটু বোঝ, বুঝার চেষ্টা কর
আমি তোকে বুঝি রে
কিন্তু তুই যেটা বুঝিস,
সেটা তো আমার ভালবাসা নয়
তোকে আমি যে এতোটা বছর ধরে
শেখালাম ভালবাসা।
কিছুই কি শিখিস নি??
আজো প্রতিটা মুহূর্ত কাটে
শুধু তোকে ভেবে ভেবে
রাগ করি, ঘৃণা করি, অভিমান করি
কিন্তু ভালবাসি যে শুধু তোকেই
আর কাউকে মন দেব.....
সেটা ভাবতেও পারিনা।
তুই কি বুঝবিনা রে
কোনদিন কি বুঝবিনা আমার ভালবাসা।
আমি জানি তুই ও ভালবাসিস আমায়
কিন্তু কি লাভ এই ভালবাসায়
যদি তুই সুখী না হতে পারিস
মানুষ তো সুখ পেতেই ভালবাসে।
তোকে খুব মনে পড়ছে রে
প্রতিটা প্রেমের গান, মনে করিয়ে দেয় তোকে
আমি জানি তুই ও আমার কথাই ভাবছিস
তবে কেন এমন করিস
কেন এমন ভাবিস
সুস্থ ভালবাসায় ফিরে আয়
অনুভব করতে শিখে নে
অনেক অনেক অনেক ভালবাসা
এখনও জমা আছে তোরই জন্যে ।।