আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

(Secret & Power Of Five 5!!!!!!)

৫ এর শক্তি ও রহস্য!!!!!!!
 
গত কিছুদিন যাবত একটা বিষয় নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছি। আমার এ পর্যন্ত পাওয়া উপাত্ত আপনাদের শেয়ার করার জন্যই এই পোস্ট।
সুরা ওয়াকিয়ায় আল্লাহপাক অস্তমিত তারার কসম খেয়েছেন। বিভিন্ন জায়গায় দুই ধরনের তারার সন্ধান পাওয়া যায়।

১. ছয় কোনা বিশিষ্ট তারা যাকে ডেভিড’স স্টার বলা হয়।
এবং

২. পাঁচ কোনা বিশিষ্ট তারা।


বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে সকল জিওমেট্রিকাল যন্ত্রপাতি ব্যাবহার করে দেখেছেন যে পাঁচ কোনা বিশিষ্ট তারার অস্তমিত রূপ বা পেন্টাগন রূপ জিওমেট্রিক্যালি সবচেয়ে শক্তিশালী।

 
পাঁচ এর কিছু নিদর্শনঃ

**আমাদের শরীরের ক্ষুদ্র অংশ বা DNA এর স্ট্রাকচার এর মূলে আছে এই পেন্টাগন।


**আমাদের মাথা থেকে পা পর্যন্ত প্রায় সব জায়গায় আছে এই পেন্টাগনের ছোঁয়া।


**বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির সবচেয়ে শক্তিশালী হেডকোয়ার্টার টির নামই শুধু পেন্টাগন নয়, এর আকৃতিও পেন্টাগন।

**হোয়াইট হাউসের সম্মুখ ভাগের স্ট্রাকচারে আছে পেন্টাগন।

**ওয়াশিংটন মনুমেন্ট এর উচ্চতা ৫৫৫ মিটার।

**গুগল আর্থ থেকে ওয়াশিংটন ডি.সি. কে দেখলে দেখা যায় এক বিশাল পাঁচ কোনা তারা। যার শীর্ষে আছে হোয়াইট হাউস।

**আমাদের দেহে ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া। ২+৩=৫ এখানে পাঁচের ছোঁয়া।

**আমাদের দাঁত হয় সর্বোচ্চ ৩২ টি। ৩+২=৫ এখানেও আছে পাঁচ।


**হাতের আঙ্গুল পাঁচটি, পায়ের আঙ্গুল ৫ টি।


**আমাদের শরীরের প্রধান শিরা গুলোর মোট দৈর্ঘ্য ৫ দ্বারা বিভাজ্য।


**আমাদের ইন্দ্রিয় ও পাঁচটি।


**মুসলমানদের ধর্মীয় রুকন পাঁচটি। নামাজ ৫ ওয়াক্ত।

** পিরামিডের তল পাঁচটা। এজন্যই পিরামিড এতো বেশী রহস্যময়।

**হিন্দু ধর্মেও আছে পাঁচের ছড়াছড়ি। যেমনঃ পঞ্চভূত ( ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম।), পঞ্চপাণ্ডব, পঞ্চরত্ন।


**প্রধান পূজনীয় হিন্দু পূজাও পাঁচটি। অর্থাৎ দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গনেশ, কার্ত্তিক।


**পঞ্চপ্রান, যারা জীব দেহের জীবনীশক্তিসমুহ, যারা আত্মাকে পুজা করে। সেগুলঃ প্রাণবায়ু, অপানবায়ু, সমানবায়ু, ব্যানবায়ু, উদানবায়ু।

**বিচার ব্যাবস্থায় সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী সংগঠন হোল পঞ্চায়েত।
**বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কোম্পানি N O K I A অক্ষর পাঁচটি। 
**সবচেয়ে বড় কম্পিউটার কোম্পানি I N T E L অক্ষর পাঁচটি। আরেক সেরা কোম্পানি A P P L E ও কিন্তু পাঁচ অক্ষরের।
**ইংরেজি ভাষার ভাওয়েল পাঁচটা...... A, E, I, O, U এবং বাংলা ভাষার বর্গ ও পাঁচটা....... ক, চ, ট, ত, প
**আমাদের চারপাশে পৃথিবী গঠনের মৌলিক উপাদান ও পাঁচটা বায়ু, পানি, আগুন, মাটি, সূর্য

আপনি কি বলতে চান যে, এই সবগুলো ঘটনাই কাকতালীয়???
 
এছাড়াও যদি ৫ দিয়ে কোন ব্যাপার আপনাদের চোখে পরে বা জানা থাকে তবে এখানে শেয়ার করে আমার পোস্টকে পূর্ণতা দিবেন আশাকরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

trafficG