আশাবাদী মন
ইমরান আল হাসান
আশা সে তো মরীচিকা
শুনেছি অনেক অনেক বার
কিন্তু কেন?
মানুষ তো আশাতেই বাঁচে।
যার আশা নেই
সে আসলে বাঁচবে কি নিয়ে?
অনেককেই দেখেছি,
আশায় আশায় অনেক বেলা করে,
আশায় বুক বাঁধে, স্বপ্ন দ্যাখে
আমিও দেখি........
আর কিছু না বুঝলেও এতটুকু বুঝি
মানুষ তার স্বপ্নের সমান বড়।
ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছি
কিছু নিরাশাবাদী কথা
তাইতো এ মন আশাবাদী হয় না,
প্রচণ্ড ভয় পায় এ ভীতু মন।
বামন হয়ে চাঁদের পানে হাত বাড়িও না,
ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না,
এই সকল কথা গুলো ঘুরে ফিরে,
মনকে ক্ষত বিক্ষত করে দিয়ে যায়।
তবে কি বামন হওয়াটা অপরাধ
না ছেঁড়া কাঁথায় শোয়া টা।
আমার আশাবাদী মন বলে
এদুটোর কোনটাই অপরাধ নয়,
অপরাধ শুধু ভয় পাওয়াতে।।
********************
chandomoy sundor kobita, pore khub bhalo laglo. keep it up. Mrinalkanti
উত্তরমুছুনধন্যবাদ দাদা।
উত্তরমুছুন