আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

রবিবার, ২৮ আগস্ট, ২০১১

"নিস্তব্ধ অন্ধকার"



নিস্তব্ধ বিকেলের নিরবতা ভেঙ্গে
একঝাঁক কাঁকের কর্কশ চিৎকারে
যখন আন্দোলিত হয় চারিপাশ-
তখন,- তীব্র মানসিক যন্ত্রণায়
কাতরাতে থাকে বিবাগী মন।।

শেষ বিকেলের আলো শেষ হয়ে গেলেও

এখনও যায়নি মুছে তার লালিমা
ছোট্ট ছোট্ট মেঘপুঞ্জ উড়ছে হেথা সেথা
দেখে যেন মনে হয়,
এ আকাশের রক্তাক্ত, ব্যথিত মুখচ্ছবি।

ক্লান্ত পথিকের ঘরে ফেরা আর

কর্মব্যস্ততার কোলাহল থেমে
চারিপাশে যেন ঘিরে ধরে নিস্তব্ধতা।।

এ অসহ্য....... কেন??? কেন???

কেন এত বেশি নিস্তব্ধতায় ডুবে আছি
লোকচক্ষুর অন্তরালে....
এ কোন ঝড় উঠেছে এই বুকে??

ঝড়ের তোড়ে এলোমেলো হয়ে যাচ্ছে

পংতিমালা যত সাজানো ছিল মনে।
দুর্বোধ্য, দুর্ভেদ্য এ অন্ধকার,
প্রচণ্ড শূন্যতার হাহাকার
আমাকে ঘিরে ধরছে কেন???

কে দেবে উত্তর, ঐ কাঁক, ঐ সন্ধ্যে

নাকি ঐ নীলাভ আকাশ??
এরা উত্তর দিতে জানে না,
এরা উত্তর দিতে পারে না।
যে জানে সে তো চলে গেছে দূরে
দূর থেকে দূরান্তরে..... বহুদূরে,
শুধু রেখে গেছে বিচ্ছিন্ন আমায়
নিস্তব্ধ এ কোন অন্ধকারে।।
*******************

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১১

মধ্যম কবিতা




১.
তুই তুই আর তুই
ভাবনাতে তোকে ছুঁই
আমার মাঝের আমি
সকাল দুপুর সন্ধ্যা শুধায়
তোর প্রেম কি আমার কাছে,
সবচাইতে দামি??


২.
ভালবাস আর ভালবাসি
অকারনেই হাসাহাসি
এই তুমি আর সেই তুমি মিলে
বসে যখন পাশাপাশি
তুমি যদি ভালোবাসো
দূরে দূরে কেনো থাক
কাছাকাছি এসো আমার
কান পাত বুকে মাঝামাঝি।


৩.
হাঁটিতে হাঁটিতে ঘুরিতে ঘুরিতে
কখনও দেখা হলে
বোঝাবো তখন তোমায় আমি
দুঃখ কাকে বলে
একগাদা প্রেম ভালোবাসা আর
সুখী মুখের আড়ালে
বুঝবে তখন কে কতোখানি
দুঃখ নিয়ে চলে।।

৪.
কার অপেক্ষাতে আছো তুমি
রয়েছো আনমনে কার ভাবনায়
স্বপ্নিল কল্পনার মরীচিকায়
মনের মাঝের সীমারেখায়
পেরিয়ে জীবনের স্রোতধারা
একাকী অসহায় সাথী হারা
দাও, দাও, দাও সাড়া।।

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

আশাবাদী মন


আশাবাদী মন
ইমরান আল হাসান

আশা সে তো মরীচিকা
শুনেছি অনেক অনেক বার
কিন্তু কেন?
মানুষ তো আশাতেই বাঁচে।
যার আশা নেই
সে আসলে বাঁচবে কি নিয়ে?

অনেককেই দেখেছি,
আশায় আশায় অনেক বেলা করে,
আশায় বুক বাঁধে, স্বপ্ন দ্যাখে
আমিও দেখি........
আর কিছু না বুঝলেও এতটুকু বুঝি
মানুষ তার স্বপ্নের সমান বড়।

ছোটবেলায় পাঠ্যপুস্তকে পড়েছি
কিছু নিরাশাবাদী কথা
তাইতো এ মন আশাবাদী হয় না,
প্রচণ্ড ভয় পায় এ ভীতু মন।
বামন হয়ে চাঁদের পানে হাত বাড়িও না,
ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না,
এই সকল কথা গুলো ঘুরে ফিরে,
মনকে ক্ষত বিক্ষত করে দিয়ে যায়।

তবে কি বামন হওয়াটা অপরাধ
না ছেঁড়া কাঁথায় শোয়া টা।
আমার আশাবাদী মন বলে
এদুটোর কোনটাই অপরাধ নয়,
অপরাধ শুধু ভয় পাওয়াতে।।
********************

trafficG