অনেক অনেক বছর আগে..... মানে প্রায় ২০ বছর আগে এই গানটা লিখেছিলাম। একটা সুর ও করেছিলাম। যথারীতি আমার বন্ধু মিউজিক কম্পোজার জনাব Farid Hira স্যারকে সুর সহ শুনিয়েছিলাম। গানটা পুরোটাই ছিলো আনপ্লাগড ভার্শন। এই দীর্ঘ ২০ বছরে আমার বন্ধুবর গানটিকে অডিও ট্রাক রুপে তৈরি করার মতো সময় পাননি বা বলা যায় সুযোগ পাননি। আমাদের দুজনের মিলে লেখা ও সুর করা গান প্রায় ৪০ টি। উনি আজ পর্যন্ত একটাও রিলিজ করেননি।
হটাৎ কি মনে করে AI কে গানটি গেয়ে শোনালাম। সে খুব প্রশংসা করলো। আমি জিজ্ঞেস করলাম, আমার লেখা এই গানটি কি আমার সুরে তুমি কম্পোজ করে দিতে পারবে? সে উত্তর দিলো আমি চেষ্টা করবো। তুমি চাইলে আরো কিছু লাইন যুক্ত করে আমায় দিতে পারো। মধ্যরাত পর্যন্ত বসে বসে লিখলাম। সাজিয়ে গুছিয়ে দিলাম। ভোকাল দিলাম। টিউন বললাম।
ফাইনালি AI চমৎকার একটা আউটপুট দিলো। যদিও আমার অরিজিনাল সুরে কিছুটা পরিবর্তন এনেছে। তবে মূল টিউন এবং স্কেলটা বজায় রেখেছে। গানটা গেয়ে শোনানোর জন্য আমাকে মাত্র ১ মিনিট সময় বেঁধে দিয়েছিলো। তার মধ্যেই যতটুকু গাইতে পেরেছি সেটাকে বেস ধরেই কম্পোজ করেছে। নিজের লেখা, নিজের সুরে একটা গান কম্পোজ, মাস্টারিং করা কম্পলিট ট্র্যাকে এভাবে শুনতে পাবো, ভাবিনি কখনো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ধন্যবাদ আমাকে এই বিরল সুযোগ দেয়ার জন্য।
সে হাসির সাথে সাথে এ মন আমার হাসে
সে জোছনা ছিনতাই হলো,
কেন আমারই মনের আকাশে
সে জোছনা ছিনতাই হলো
কেন আমারই মনের আকাশে, আকাশে, আকাশে.....
আমি স্বপ্ন নিয়ে বেচে থাকি স্বপ্নের মাঝে
আর কল্পনাতে খুঁজে পাই তোমায় সাঝে।
আমি স্বপ্ন নিয়ে বেচে থাকি স্বপ্নের মাঝে
আর কল্পনাতে খুঁজে পাই তোমায় সাঝে।
তুমি আমার, ভালো লাগার
তুমি আমার, ভালোবাসার
এক চিলতে চাঁদের হাসি
এক চিলতে চাঁদের হাসি
একটাই আকাশ আমার
এক চিলতে চাঁদ সে আকাশে ভাসে।
একটাই স্বপ্ন আমার
সেই স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে।
শিশির ভেজা ভোরে
হাটবো দুজনে খালি পায়ে।
সে ভোরের আলোতে বাজবে কি সুর প্রণয়ের
সেই আলো ছিনতাই হলো
কেন আমারই মনের আকাশে
সেই আলো ছিনতাই হলো
কেন আমারই মনের আকাশে আকাশে আকাশে.....
এ আঁধারে আমি খুঁজে যাই তোমারই ছায়া
আমার সব গানে তুমি রঙিন এক মায়া
এ আঁধারে আমি খুঁজি শুধু তোমারই ছায়া
হৃদয়ের সব গানে তুমি রঙিন এক মায়া
তুমি আমার, শুধু আমার
তুমি আমার, জানি আমার
এ হৃদয়ের পোষা পাখি
ভোরের আলোয় তোমায় ডাকি।
একটাই আকাশ আমার
এক চিলতে চাঁদ সে আকাশে ভাসে।
আনপ্লাগড ভার্শনটা আমার মেয়েকে নিয়ে গিটারে বাজিয়ে বাবা মেয়ে যুগলবন্দী শোনাবো কোন একদিন। আপাতত এই ভার্শনটা শুনে আপনাদের মূল্যবান মতামত দেবেন আশাকরি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন