একটি রাত,
একটি বিনিদ্র রাত।
একটি গল্পময় রাত,
একটি কাব্যময় রাত।
কষ্ট বিনিময়ের রাত,
উষ্ণতা ভাগ করে নেয়া রাত।
আধো ঘুম আধো জাগরনে
স্বপ্ন অথবা দুঃস্বপ্ন দেখা রাত।
মনের গহীনে জমে থাকা,
চেপে রাখা, দুঃখ প্রকাশের রাত।
দ্বিধা ভুলে, ভুল গুলো মেনে নিয়ে,
নিঃসঙ্কোচে ক্ষমা চাওয়ার রাত।
মেঘে ঢাকা রাত,
বৃষ্টি ভেজা রাত।
তারা ভরা রাত,
ভুলে যাওয়া রাত।
স্মৃতি কাতর রাত,
ঘুমে কাতর রাত।
জোছনা বিহার রাত,
প্রেম নিমগ্ন রাত।
আরেকটি ভোরের স্বপ্নে বিভোর
আশায় বেঁচে থাকার একটি রাত।
একটি গল্পময় রাত,
একটি কাব্যময় রাত।
কষ্ট বিনিময়ের রাত,
উষ্ণতা ভাগ করে নেয়া রাত।
আধো ঘুম আধো জাগরনে
স্বপ্ন অথবা দুঃস্বপ্ন দেখা রাত।
মনের গহীনে জমে থাকা,
চেপে রাখা, দুঃখ প্রকাশের রাত।
দ্বিধা ভুলে, ভুল গুলো মেনে নিয়ে,
নিঃসঙ্কোচে ক্ষমা চাওয়ার রাত।
মেঘে ঢাকা রাত,
বৃষ্টি ভেজা রাত।
তারা ভরা রাত,
ভুলে যাওয়া রাত।
স্মৃতি কাতর রাত,
ঘুমে কাতর রাত।
জোছনা বিহার রাত,
প্রেম নিমগ্ন রাত।
আরেকটি ভোরের স্বপ্নে বিভোর
আশায় বেঁচে থাকার একটি রাত।