ভুলে গেছি তোকে,
সত্যিই ভুলে গেছি তোকে
মনে পড়েনা একটিবারের জন্যেও
মনে করে বা মনে রেখেই কি হবে,
তুই তো আমার না,
অবাক ব্যাপার কি জানিস,
তুই অন্য কারোও না।
অনেকটা ভেবে বুঝেছি,
তুই শুধু তোকে নিয়েই বাচিস।
কোন বৃষ্টিভেজা রাতে অথবা
মিষ্টি রোদেলা বিকেলে,
তুই কখনই ভাবিসনি আমায়।
সত্যিই কি তোর ভাবনাতে আমি নেই,
এখন অথবা তখন
নাকি এটা তোর ছলনা,
আমার সাথে, তোর নিজের সাথেও।
কেন ভাববো তোকে আমি,
কি এমন পড়েছে দায়,
তুই আমার কে বল,
শুরু হবার আগেই শেষ হওয়া গল্প
মনে রাখেই বা ক’জন।
ভালোই হোল বল,
দুজনার পথ তো দুটি দিকেই।
ভাবনাতে সাথে থেকে কি আর এমন হবে?
আমি অভিমানী,
না না সেকি,
আমি অভিমান করার কে?
মনের অজান্তে কেন জানি না
তোকেই ভালবেসে ফেলেছিলাম,
সেই প্রশ্নের জবাব খুঁজি আজো
নিজেরই অজান্তে।
ভুলে যাব বলতে গিয়েও
কতটা ভাবতে হচ্ছে তোকে দ্যাখ।
আমার মন থেকে বেরিয়ে যা।
আসিস না আর কক্ষনো
তোকে হারিয়ে ছিলাম, সেই ছিল ভালো।
কেন পেলাম তোকে এতটা বছর পর
বোবা মনের অব্যাক্ত শব্দগুলোকে
কেন উস্কে দিলি,
কেন জানলাম আমি এতটা বছর পরেও
আজও তুই একা।
আবার হারাতে চাই তোকে।
মনে করতে চাই না তোর স্মৃতি।
তাই হলফ করে বলি,
ভুলে গেছি তোকে।