আমার ব্লগে আপনাকে স্বাগতম
এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।
ফেসবুকে পছন্দ করেছেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
রাতের কথকতা
একটি রাত,
একটি বিনিদ্র রাত।
একটি গল্পময় রাত,
একটি কাব্যময় রাত।
কষ্ট বিনিময়ের রাত,
উষ্ণতা ভাগ করে নেয়া রাত।
আধো ঘুম আধো জাগরনে
স্বপ্ন অথবা দুঃস্বপ্ন দেখা রাত।
মনের গহীনে জমে থাকা,
চেপে রাখা, দুঃখ প্রকাশের রাত।
দ্বিধা ভুলে, ভুল গুলো মেনে নিয়ে,
নিঃসঙ্কোচে ক্ষমা চাওয়ার রাত।
মেঘে ঢাকা রাত,
বৃষ্টি ভেজা রাত।
তারা ভরা রাত,
ভুলে যাওয়া রাত।
স্মৃতি কাতর রাত,
ঘুমে কাতর রাত।
জোছনা বিহার রাত,
প্রেম নিমগ্ন রাত।
আরেকটি ভোরের স্বপ্নে বিভোর
আশায় বেঁচে থাকার একটি রাত।
একটি গল্পময় রাত,
একটি কাব্যময় রাত।
কষ্ট বিনিময়ের রাত,
উষ্ণতা ভাগ করে নেয়া রাত।
আধো ঘুম আধো জাগরনে
স্বপ্ন অথবা দুঃস্বপ্ন দেখা রাত।
মনের গহীনে জমে থাকা,
চেপে রাখা, দুঃখ প্রকাশের রাত।
দ্বিধা ভুলে, ভুল গুলো মেনে নিয়ে,
নিঃসঙ্কোচে ক্ষমা চাওয়ার রাত।
মেঘে ঢাকা রাত,
বৃষ্টি ভেজা রাত।
তারা ভরা রাত,
ভুলে যাওয়া রাত।
স্মৃতি কাতর রাত,
ঘুমে কাতর রাত।
জোছনা বিহার রাত,
প্রেম নিমগ্ন রাত।
আরেকটি ভোরের স্বপ্নে বিভোর
আশায় বেঁচে থাকার একটি রাত।
সোমবার, ১৫ জুন, ২০১৫
সমাহিত কাব্যিকতা
কবিতার খাতা নিয়ে বসা হয় না আর,
শিল্পায়নের
স্রোতে গা ভাসাতে গিয়ে
ইট,
সিমেন্ট এর ভাঁজে ভাঁজে
সমাহিত
করে ফেলেছি কাব্যিকতা।
এইত
কিছুদিন আগেও
হঠাৎ
করেই মনের ভেতর হানা দিত শব্দরা
বলত,
আমাদের সাজাও, কবিতা লিখে নাও।
এখন
আর আসেনা তারা,
মনের
দরজায় আঘাতে আঘাতে
রক্তক্ষরণ
ঘটলেও শব্দক্ষরণ হয় না।
ইচ্ছেঘুরি
গুলোর সুতো কেটে গেছে
অব্যক্ত
বোবা যন্ত্রনারাও নীরব।
আধুনিক
কবিদের কবিতা পড়ি,
সেখানেও
শুরু থেকে শেষে
প্রতিটি
শব্দের উৎস থেকে প্রয়োগে
নারী
দেহের গোপনাঙ্গ উন্মুক্ত করার
কি
সুনিপুণ প্রয়াস।
সেটা
নাকি আবার মুক্তমনা কাব্য!
সভ্যতার
ভিড়ে দমবন্ধ হয়ে যেন,
উন্মুক্ত
হয়ে নিঃশ্বাস নেয়ার অপচেষ্টা।
রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
ভুলে গেছি তোকে
ভুলে গেছি তোকে,
সত্যিই ভুলে গেছি তোকে
মনে পড়েনা একটিবারের জন্যেও
মনে করে বা মনে রেখেই কি হবে,
তুই তো আমার না,
অবাক ব্যাপার কি জানিস,
তুই অন্য কারোও না।
অনেকটা ভেবে বুঝেছি,
তুই শুধু তোকে নিয়েই বাচিস।
কোন বৃষ্টিভেজা রাতে অথবা
মিষ্টি রোদেলা বিকেলে,
তুই কখনই ভাবিসনি আমায়।
সত্যিই কি তোর ভাবনাতে আমি নেই,
এখন অথবা তখন
নাকি এটা তোর ছলনা,
আমার সাথে, তোর নিজের সাথেও।
কেন ভাববো তোকে আমি,
কি এমন পড়েছে দায়,
তুই আমার কে বল,
শুরু হবার আগেই শেষ হওয়া গল্প
মনে রাখেই বা ক’জন।
ভালোই হোল বল,
দুজনার পথ তো দুটি দিকেই।
ভাবনাতে সাথে থেকে কি আর এমন হবে?
আমি অভিমানী,
না না সেকি,
আমি অভিমান করার কে?
মনের অজান্তে কেন জানি না
তোকেই ভালবেসে ফেলেছিলাম,
সেই প্রশ্নের জবাব খুঁজি আজো
নিজেরই অজান্তে।
ভুলে যাব বলতে গিয়েও
কতটা ভাবতে হচ্ছে তোকে দ্যাখ।
আমার মন থেকে বেরিয়ে যা।
আসিস না আর কক্ষনো
তোকে হারিয়ে ছিলাম, সেই ছিল ভালো।
কেন পেলাম তোকে এতটা বছর পর
বোবা মনের অব্যাক্ত শব্দগুলোকে
কেন উস্কে দিলি,
কেন জানলাম আমি এতটা বছর পরেও
আজও তুই একা।
আবার হারাতে চাই তোকে।
মনে করতে চাই না তোর স্মৃতি।
তাই হলফ করে বলি,
ভুলে গেছি তোকে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)