তোমার চোখের কাজল হতে চাইনি,
চাইনি আলতো করে ছুঁয়ে থাকা রক্তিম টিপ হতে
তোমাকে জড়িয়ে থাকা বেনারসিও হতে চাইনি,
একটু মনে করে দেখো-
চাইনি আলতো করে ছুঁয়ে থাকা রক্তিম টিপ হতে
তোমাকে জড়িয়ে থাকা বেনারসিও হতে চাইনি,
একটু মনে করে দেখো-
রক্তিম ঠোঁটের কাব্যিক ছোঁয়া চাইনি
চাইনি মেঘ কালো চুলের পথ হারা নাবিক হতে
মসৃণ কপোলের আলতো ছোঁয়া প্রসাধনও হতে চাইনি
একটু মনে করে দেখো-
চাইনি মেঘ কালো চুলের পথ হারা নাবিক হতে
মসৃণ কপোলের আলতো ছোঁয়া প্রসাধনও হতে চাইনি
একটু মনে করে দেখো-
আমার হৃদয় শুন্য ছিল না কখনও
তাই তোমাকে কখনো ডাকিনি এই হৃদয়ে
বলিনি ভালবাসতেই হবে এই আমাকে।
দুফোটা অশ্রু তোমার চোখে চাইনি
চাইনি একচিলতে চাঁদের হাসিও
চাইনি মনের মণিকোঠায় আমায় বেধে রাখো।
তাই তোমাকে কখনো ডাকিনি এই হৃদয়ে
বলিনি ভালবাসতেই হবে এই আমাকে।
দুফোটা অশ্রু তোমার চোখে চাইনি
চাইনি একচিলতে চাঁদের হাসিও
চাইনি মনের মণিকোঠায় আমায় বেধে রাখো।
বড্ড পাগলামি চাওয়া ছিল আমার,
তুমি বলতে একতরফা নেশার্ত, বিভোর
ইচ্ছেরা আজও তেমনি আছে,
ভাললাগা আজও স্মৃতিতে আম্লান প্রহর।
তুমি বলতে একতরফা নেশার্ত, বিভোর
ইচ্ছেরা আজও তেমনি আছে,
ভাললাগা আজও স্মৃতিতে আম্লান প্রহর।
ঠিক জানি না কি ভাবতে তুমি,
ছিলে কি অপেক্ষায় আমার না বলা কথার।
ছিলে কি অপেক্ষায় আমার না বলা কথার।
বড় অস্থির আর চঞ্চল ছিলাম বুঝি,
ভালবাসা আমার ছিল বড়ই নিষ্কাম।
শুভ্র আর পবিত্রতায় ভরে ছিল মনের উঠোন।
তথাকথিত আধুনিকতার আগ্রাসন ছিল না মনে,
তোমাকে ভাবতেই শুধু লাগতো ভালো
পাওয়া না পাওয়ার কোন শর্তবিহীন।
ভালবাসা আমার ছিল বড়ই নিষ্কাম।
শুভ্র আর পবিত্রতায় ভরে ছিল মনের উঠোন।
তথাকথিত আধুনিকতার আগ্রাসন ছিল না মনে,
তোমাকে ভাবতেই শুধু লাগতো ভালো
পাওয়া না পাওয়ার কোন শর্তবিহীন।
সময় বয়ে যায় সময়ের নিয়মে
তুমি, আমি, যে যার মত আছি।
যানি তুমি জানবে না কখনও ঘুর্নাক্ষরেও
তবুও আমি আজও তোমাকে ভালবাসি।
তুমি, আমি, যে যার মত আছি।
যানি তুমি জানবে না কখনও ঘুর্নাক্ষরেও
তবুও আমি আজও তোমাকে ভালবাসি।