আমার ব্লগে আপনাকে স্বাগতম

এই ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তবে মন্তব্য দিন। আপনার মন্তব্য আমার লেখা উন্নয়নে সহায়তা করবে। পড়তে থাকুন এবং নিয়মিত চোখ রাখুন।

ফেসবুকে পছন্দ করেছেন

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

মধ্যম কবিতা অধ্যায় ২

১.

অন্ধকারে বন্ধদ্বারে কষ্ট দেখি রোজ
যাচ্ছেতাই সর্বদাই করছে জীবন খোঁজ
জাঁতাকলে পিষ্ট আমার স্বপ্নগুলো আজ
খোলেনি তো আজো সুখগুলোর ভাঁজ
চন্দ্রাহত অস্তমিত কবিতার খাতা
ভাবছি যতই ধরছে ততই মাথা।
বেচতে গিয়ে কষ্ট, দেখি জীবন বাজারে
ক্রেতা নাই, বিক্রেতা সব ভবের মাঝারে।

২.
বিষে ডুবে যাচ্ছি, পাপে ডুবে যাচ্ছি,
ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি অনেক
চেয়েছি না পাওয়া অনেক কিছু
চেষ্টায় চেষ্টায় ব্যর্থ হচ্ছি বরাবর
সবকিছু ঠিক থেকেও কোথাও যেন
সুর কেটে যাচ্ছে বারবার।

৩.
মনে কি পড়ে, যেদিন প্রথম
আমার বুকে রেখেছিলে মাথা
কেঁদেছিলে প্রথম যেদিন
ভুলে মনের ব্যাথা
প্রথম যেদিন জড়িয়ে ধরা
প্রথম মিষ্টি চুমু
প্রথম বলা ভালবাসি
অতঃপর মৌনতা।।

৪.
দেহের ভিতর প্রানের ঘড়ি
চলে যে টিক টিক
বন্ধ হইব কারখানাটা
সময়ে ঠিক ঠিক
যা কামানোর কামায়া লও
ঐ সময়ের মাঝে
কারিগরের চইলা যাবার
ঘণ্টা বুঝি বাজে।।

রবিবার, ৮ এপ্রিল, ২০১২

ছোট্ট ভাবনা - ৩০



অম্লমধুর, অর্থে সুদুর, মৌনতারই ভাব
মাথায় এখন পড়ছে এসে চতুর্মুখী চাপ।

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

ছোট্ট ভাবনা - ২৯



ঘুরে ফিরে অনেক দূরে উঠছে যখন পাল
তখন দেখি নদী কোথায়, আসলে এটা খাল

ছোট্ট ভাবনা - ২৮



আমার ইচ্ছেঘুড়িটা গোত্তা খেতে চায় যখনি
মন পৃথিবীর স্বাভাবিকতায় ঢিল পরে তখনই।

শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২

ছোট্ট ভাবনা - ২৭



চাতক মোমবাতি পুড়ে থামে নিঃশ্বাস
তবু তুমি আসবেই ফিরে এই আমার বিশ্বাস।

ছোট্ট ভাবনা - ২৬


মাথায় আছে কোয়ান্টাম, আর মনে রসায়ন
তবু খোলা রেখেছি এলো ভাবনা বাতায়ন।

ছোট্ট ভাবনা - ২৫



আমার একটা জানালা আছে, তার আবার রাত আছে
রাতের ও কিন্তু চাঁদ আছে, তাই বসি আমি এর কাছে।

ছোট্ট ভাবনা - ২৪


তুমি আল্লাহ্‌, তুমি ঈশ্বর, তুমি বিধাতা, অবিনশ্বর।

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

ছোট্ট ভাবনা - ২৩



চাঁদ আর মেঘ করে লুকোচুরি খেলা
যেমনি চলে মন সাগরে মন পবনের ভেলা।

ছোট্ট ভাবনা - ২২



ইতিবাচক চিন্তা নিয়ে চালাও জীবন বহর
এক নিমিষেই পৌঁছে যাবে আন্তঃ শান্তিনগর।

ছোট্ট ভাবনা - ২১



খাট্টী হো ইয়া মিঠা হো লাইফ কা ইয়ে টেস্ট
জিন্দা হে হাম জিন্দা হি রাহু, লাইফ অল দ্যা বেষ্ট

ছোট্ট ভাবনা - ২০



সাইমুম ঝড় আসছে ওই তেড়ে, এই বুকের স্পন্দন যায় বেড়ে
মনে পরে ধুলিমাখা কথকতা, শাস্তি যা হোক পেতে নেব মাথা।

ছোট্ট ভাবনা - ১৯



অভিসম্পাত দেবনা আমি থাক যদিও দূরে
শুভকামনা থাকবে আমার প্রার্থনাটা জুরে

ছোট্ট ভাবনা - ১৮



আজ তোমার এই পরিণতি তোমারই পাপের ফসল
আসবেই বাঁধা এই জীবনে, বেঁচে থাকাটাই আসল

trafficG