১.
অন্ধকারে বন্ধদ্বারে কষ্ট দেখি রোজ
যাচ্ছেতাই সর্বদাই করছে জীবন খোঁজ
জাঁতাকলে পিষ্ট আমার স্বপ্নগুলো আজ
খোলেনি তো আজো সুখগুলোর ভাঁজ
চন্দ্রাহত অস্তমিত কবিতার খাতা
ভাবছি যতই ধরছে ততই মাথা।
বেচতে গিয়ে কষ্ট, দেখি জীবন বাজারে
ক্রেতা নাই, বিক্রেতা সব ভবের মাঝারে।
২.
বিষে ডুবে যাচ্ছি, পাপে ডুবে যাচ্ছি,
ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি অনেক
চেয়েছি না পাওয়া অনেক কিছু
চেষ্টায় চেষ্টায় ব্যর্থ হচ্ছি বরাবর
সবকিছু ঠিক থেকেও কোথাও যেন
সুর কেটে যাচ্ছে বারবার।
৩.
মনে কি পড়ে, যেদিন প্রথম
আমার বুকে রেখেছিলে মাথা
কেঁদেছিলে প্রথম যেদিন
ভুলে মনের ব্যাথা
প্রথম যেদিন জড়িয়ে ধরা
প্রথম মিষ্টি চুমু
প্রথম বলা ভালবাসি
অতঃপর মৌনতা।।
৪.
দেহের ভিতর প্রানের ঘড়ি
চলে যে টিক টিক
বন্ধ হইব কারখানাটা
সময়ে ঠিক ঠিক
যা কামানোর কামায়া লও
ঐ সময়ের মাঝে
কারিগরের চইলা যাবার
ঘণ্টা বুঝি বাজে।।
যাচ্ছেতাই সর্বদাই করছে জীবন খোঁজ
জাঁতাকলে পিষ্ট আমার স্বপ্নগুলো আজ
খোলেনি তো আজো সুখগুলোর ভাঁজ
চন্দ্রাহত অস্তমিত কবিতার খাতা
ভাবছি যতই ধরছে ততই মাথা।
বেচতে গিয়ে কষ্ট, দেখি জীবন বাজারে
ক্রেতা নাই, বিক্রেতা সব ভবের মাঝারে।
২.
বিষে ডুবে যাচ্ছি, পাপে ডুবে যাচ্ছি,
ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি অনেক
চেয়েছি না পাওয়া অনেক কিছু
চেষ্টায় চেষ্টায় ব্যর্থ হচ্ছি বরাবর
সবকিছু ঠিক থেকেও কোথাও যেন
সুর কেটে যাচ্ছে বারবার।
৩.
মনে কি পড়ে, যেদিন প্রথম
আমার বুকে রেখেছিলে মাথা
কেঁদেছিলে প্রথম যেদিন
ভুলে মনের ব্যাথা
প্রথম যেদিন জড়িয়ে ধরা
প্রথম মিষ্টি চুমু
প্রথম বলা ভালবাসি
অতঃপর মৌনতা।।
৪.
দেহের ভিতর প্রানের ঘড়ি
চলে যে টিক টিক
বন্ধ হইব কারখানাটা
সময়ে ঠিক ঠিক
যা কামানোর কামায়া লও
ঐ সময়ের মাঝে
কারিগরের চইলা যাবার
ঘণ্টা বুঝি বাজে।।